এক মাল্লার নৌকা—১
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
ফেলে আসা দিনের স্মৃতি
ভাসে মানস পটে
পায়ে হেঁটে যেতে হতো
সওদা কিনতে হাটে।
গ্রাম বাংলার ভরসা ছিলো
এক মাল্লার যান,
হাঁটার উপায় না থাকলে
এটাই বিকল্প বাহন
এক মাল্লার নৌকা চড়ে
চলাচল দূর বাটে,
নাইওর আনতে ভিড়তো নৌকা
কুটুম বাড়ির ঘাটে।
আত্মীয় বাড়ি বেড়ানো তরে
ছুটতাম মাল্লার বাড়ি,
কথা বলে জেনে নিতাম
কখন নৌকা দেবে ছাড়ি।
এক বৈঠার নৌকা চালায়
জোয়ার ভাটা বুঝে,
নৌকার মাঝি ঠিক করেন
তিথি ক্ষণ খুঁজে।
মাল্লার ওপর মাতুব্বরি
কভূ নাহি চলে,
নৌকার পানি সেচ করতে
যাত্রীদের মাঝে মধ্যে বলে।
দূরের পথে যেতে যাত্রীরা
রান্নার দ্রব্য লয়
সময় হলে মাল্লা নিজে
বাবুর্চি বনে যান।
গলুইয়ে বসে আলগা চুলায়
রান্নার কাজ সারে,
সবাই মিলে খাবার শেষে
নৌকা আবার ছাড়ে।
সুযোগ বুঝে নৌকার মাঝি
পাল তুলে দেয়,
ছলাৎ ছলাৎ চলে নৌকা
অনুকূলে বহা বায়।
তাই দেখে ছেলেবেলা
ভীষণ আনন্দ লাগে,
নদীর বুকে কোন্ নাও
চলে যাবে আগে।
(চলবে)
রচনাঃ ০৭ জুলাই, ২০২৪।