ঘনঘোর অঝোর এক বরিষায়
প্রথম দেখেছিনু তোমায় কোন ক্ষণে,
তোমার সিক্ত বসনে দেহখানি
মুগ্ধ মনে দেখি পলকহীন নয়নে।
এমন অপরূপা শোভা হেরিনু আগে
অঙ্গজুড়ে ছোঁয়া লাগে নতুন শিহরণে,
কোন্ সুখসুধায় খুশির বন্যা বহে
তোমার দু'অধরে আজও জানিনে।
গুনগুন সুরে গাওয়া বরষার বাজনায়
কল্পলোকে ভেসে যাই বসে বাতায়নে,
উদাস হাওয়ায় নিয়ে যায় মোরে দূর অজানায়
সুখের পায়রা হয়ে সিক্ত হই তোমা সনে।
ভাসাই তরী রিমঝিম খাল-বিলে,
শাপলা ফুলে ভরে দেই তোমার খোপাঁয়;
তারই মালা গেঁথে পড়াবো গলে,
সিক্ত আলিঙ্গনে ধন্য কর আমায়।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৯/৪/২০১৯