এক বাহাদুরের প্রস্থান
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন

শ্রদ্ধাঞ্জলি লও মম মৃত্যুহীন প্রাণ;
আঁধারে প্রদীপ জ্বেলে লুকাও সুদূর!
কন্ঠস্বরে ফোটে পুষ্প উজ্জীবিত জন;
খেলার মাঠে সরব –সদা হিতকর।
ধ্রুবতারা দ্যুতি দাও সাহিত্য গগন,
নন্দিত বিশাল হৃদে আচারে মধুর।
জ্ঞান জ্যোতি বিকিরণে তুমি তুল্যহীন;
নুর ছড়ালে এ ভূমে তাই বাহাদুর।

জেগে ওঠো ভ্রাতা নুর নিদ এত কিসে?
তব আগমন আশে নিত্য অশ্রু ঝরে!
ভানু সোম উদয়াস্তে তুমি নেই পাশে;
ক্ষোভ ভুলে এসো বীর দীপ্ত কন্ঠস্বরে।
অভিমানে চলে গেলে বেহেস্তের দেশে;
বাহাদুর রূপে নুর, ঢালো সে কান্তারে।

রচনাঃ১০/৯/২০২০
-------------------------------------------------------------
(শ্রদ্ধাষ্পদ সহকর্মী উপাধ্যক্ষ নুর বাহাদুর-এর বিয়োগ ব্যথায়।)