আগ্রাসী শেখায় মানবাধিকার!
------------------------------------------
তোমার মত হননকারীর কাছে
শুনতে চাইনা মানবাধিকার বাণী,
কী শেখাবে? আগ্রাসী তুমি!
রক্তাক্ত যখন শ্যামল বাংলা
নারী সম্ভ্রম লুটে হায়েনা
কোটি লোক বাস্তচ্যুত
লাখো জনতা শহীদ,
এতে তোমার মানবাধিকার বোধ জাগে না!
হানাদার দোসর হয়ে পাঠাও সপ্তম নৌবহর,
বাহ! ভারি তোমার মানবাধিকার বিবেক,
তোমার মমত্ববোধ দেখেছি—ভিয়েতনামে
সিরিয়া ইরানে আফগানিস্তানে,
গিরি থেকে বাতাসে ভেসে আসে
কান্না ধ্বনি বীভৎসতার চিহ্ন
আর হাহাকার রয় মিশে
পারমাণবিক অস্ত্রের ধুয়ো তুলে
লন্ডভন্ড করে দিলে ইরাক।
কই কোথাও তো তার কোন চিহ্ন মিলেনি?
অথচ অত্যাচারে লাখো জীবন প্রদীপ নিভে যায়।
তোমার মানবতাবোধ তখনো জাগেনি,
শত শত দেশের আপত্তি উপেক্ষা করে
ইসরাইলকে দাও জীবননাশি সম্ভার!
যুগ যুগ ধরে ফিলিস্তিনে
নারী শিশু সাধারণ জন নিধন
চলে নিষ্ঠুর অত্যাচার!
তোমার মানবাধিকার বোধের তাণ্ডবে,
স্রষ্টার  আরশ কাঁপে বারবার।
রাখাইনে রোহিঙ্গা ওপর ঝাঁপিয়ে পড়ে
মায়ানমার পশুর দল।
ধর্ষণ হত্যা লুট অগ্নিসংযোগ
পাশবিক নির্যাতনের কোন্ টা বাকি রয়!
তখন তুমি গভীর ঘুমকাতুরে,
অধিকার জ্ঞান তোমাকে জাগায়নি।
লাখো লাখো নির্যাতিত রোহিঙ্গাদের
বিবেকের তাড়নায় আশ্রয় শিবির খুলে
ঠাঁই দেয় বাংলা তারই বুকে।
নিজের ছবি দেখো আয়নায়
বন্দুক সহিংসতা আর বিচার বহির্ভূত হত্যার
আছে উদ্বেগজনক অসংখ্য পরিসংখ্যান,
কারাভোগির সংখ্যায় দখলে শীর্ষস্থান!
স্কুলে শপিংমলে চলে সন্ত্রাসের বলি
বিদেশি কৃষ্ণাঙ্গ বা বন্দুকধারীর পুলিশি নিধন,
এখানে ' বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে '
পুলিশ বছরে এক হাজার লোক হত্যার রেকর্ড গড়ে!
তখন দংশিত হয় না তোমাদের বিবেক,
আর সংবাদপত্রের স্বাধীনতার কথা?
এ যেন 'ভূতের মুখে রাম নাম যপ'
জুলিয়ান অ্যাসাঞ্জের করুণ পরিণতি!
বিস্ময়ে তাকিয়ে দেখে বিশ্ববাসী
উইক্লিকস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে  ক্রাকডাউন!
এইতো তথ্যের স্বাধীনতা—
মুক্ত গণমাধ্যমের বুলি!
তোমাদের সমাজ জন্ম ও জাতিগত বৈষম্যের শিকার,
কালো বাসিন্দারা দ্বিতীয় শ্রেণির নাগরিক
দীর্ঘকাল সহ্য করে ভয়ংকর কুসংস্কার!
প্রাণ কেড়ে নেয় পুলিশ, কী নির্মম আচার!
জর্জ ফ্লোয়েডের মৃত্যুকে কেন্দ্র করে
দু 'বাংলাদেশিকে বিচারবহির্ভূত হত্যা,
মানবাধিকার রক্ষার কোন্ সংজ্ঞায় পড়ে?

বঙ্গবন্ধুর বাংলা যখন হাসে সোনালি আভায়
গণতন্ত্রের মানসকন্যা জননেত্রীর প্রজ্ঞায়।
'তলা বিহীন ঝুড়ি' কী করে সোনায় পরিপূর্ণ!
ভাবায় তোমাদের— জাত গেল বুঝি!
গণতন্ত্র মানবাধিকারের ছবক দিতে এসো না
একটুও লজ্জা হয়না
চোখের মাথা খেয়েছো বুঝি?
কী চলে নিজ দেশে! আয়নায় দেখো,
অনুগত মিত্রদের নিয়ে।
বন্ধ করো নিষ্ঠুরতম  খেলা!
শেখো নিজেরা আগে, পরের তরে না হও মত্ত
মানবো নাকো কোন ছলা-কলা।

রচনাঃ ৩০ জুলাই ২০২৩।