আগামীর কর্ণধার

------------------------
আজিকার শিশু আগামীর কর্ণধার;
বিশ্ব নেতৃত্ব দিবে এরাই কোন দিনে,
স্বপ্নের জগৎ সৃষ্টে নিতে হবে ভার;
ফুল ফোটাতে চাই সব বৈষম্যহীনে।
প্রত্যাশার ধন এরা সকল রাষ্ট্রের;
সম সুযোগে বাড়ুক পরম যতনে,
বিশ্বময় তারই রক্ষায় অধিকার;
শিশু তরে সদা হাঁ বলি কর্মে মননে।

ঝুঁকি শ্রমে শিশু ঠেলে ক্ষুধার জ্বালায়;
ললাটে জোটে খুন্তির ছ্যাঁকা নির্যাতন
বর্বর পশুত্বে অকালে ঝরে জীবন,
শিশু অধিকার সনদ পুড়ে চুলায়।
এসো মিলেমেশে শিশুদের ভালোবাসি;
ফুটুক তাদের মুখে অমলিন হাসি।

----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ ০২/১০/২০১৭,ঢাকা।
    (বিশ্ব শিশু দিবস উপলক্ষে)