আবৃত ব্যথা
( সনেট)

পাখি মৃত্যু কাতরতা দেখি নাকো চোখে
বুঝি না বিয়োগ ব্যথা ভাষাহীনে কথা;
বিটপীর পাতা ঝরে ব্যথা পায় শাখে
গিরি কেটে পথ চলা কে বুঝে সে ব্যথা!
বুক চিরে খাদ্য দান  ভুমি কোন্ শখে?
গগন ফেটে বরষা তার ব্যথা কোথা!
আচ্ছন্নতা ঘিরে ধরে সব লোক আঁখে;
কারো বেদন কথন রয়ে যায় সেথা।

বিবর্ণতায় আবৃত  নিষ্ঠুর সময়—
জগতে অব্যক্ত কান্না নাহি শুণে কেউ,
দিবানিশি সকলের এ সত্য ধরায়;
চোখের নদীতে ভাসে হৃদহীন ঢেউ,
কাছে এসে চলে যায় ফিরে না তাকায়;
অজানা বেদন অগ্নি জ্বলে দাউ দাউ।

  —অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ১৫/১১/২০২১