আবাস ভূম
(সনেট)
বিবর্ণ কৃষ্ণচূড়ার প্রাণ আমি দেখে
তবুও আবাস ছেড়ে যেতে ইচ্ছে নেই,
আন্ধার মানিক নদী বিষন্নতা রেখে
অশান্তির পদধ্বনি শুনেও তা চাই।
সিডরে ক্ষত-বিক্ষত জনপদে বসে
শান্তির আবাস সৃষ্টে স্বপনে বিভোর,
চারদিকে অশান্তির শব্দ ভেসে আসে;
ক্ষুধার্ত জীবজন্তুর শুনি হাহাকার!
বিশ্ব চরাচরে যেন সব অর্থহীন!
দীপহীন এ আবাস তথাপিও খাঁটি,
অক্টোপাস রুদ্ধ রূপে এই জন্মঋণ!
ধ্বংসস্তূপে প্রিয়জন সমাধির মাটি।
দ্রব্যমূল্য অগ্নিদাহে হেথা ছাড়খারে!
যাব কি এ ভস্মীভূত নিজ ভূম ছেড়ে?
রচনাঃ২৩ অক্টোবর, ২০২৪