আবাহন
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার

বজ্রস্বরে আবাহন সময়ের ডাক
টুটাতে নষ্ট-ভ্রষ্টের তিক্ত নাগপাশ
ত্যাজিতে রক্তচক্ষু  নাশে ভ্রষ্টাচার
কালো থাবা বিভীষিকা প্রন্ড তান্ডব।

চারিদিকে ফণা তুলে অসংখ্য আশীবিষ!
বিষে বিষে দগ্ধিত গোটা সমাজ,
নিষিদ্ধ পথে হাঁটে ভয়ংকর স্বার্থন্বেষী!
কুৎসিত দাহনে দেশ মৃতপ্রায়।

মল-মুত্র কুখাদ্য ভারি উপাদেয়
লুঠে লয় অমৃত রূপে করতে ভক্ষণ
হজমশক্তি হারায় কতেক লোভাতুর
কদাচিৎ জালে বিদ্ধ দুর্মতি বোজায়।

প্রচন্ড বহ্নিসম বিবেক জাগ্রতে
ধূলিতে অধঃপাতে চামার ভান্ডার!
তেজদীপ্ত দু'বাহু সদা প্রসারি
গুড়িয়ে দাও শত সহস্র কলঙ্ক কালিমা।

  রচনাঃ ০৬ জুন,২০২৪।