এদিন থেকে শত বছর অাগে
   (মুজিব শতবর্ষ)

জন্মেছিলেন যে পল্লির আলো বাতাসে
মমতায় মাটির স্পর্শে নিঃশ্বাসে;
সে মাটির টানে চলে গেলেন অভিমানে
চির নিদ্রার দেশে,
গাঁয়ের সোঁদা মাটির গন্ধ দূর্বা ঘাসে–
শিশির ভাঙ্গা লতা পাতায় জড়িয়ে দেখা স্বপ্ন;
ধরিত্রীর সব কোলাহল এসে–
নেমে গেছে যেখানে,
সেই নীরব শ্যামল মাটি অবশেষে
ডেকে নিল তাঁরে ভালোবেসে।
মমতা জড়ানো কন্ঠে বুঝি
পাখিরা ডেকেছিলো ললিত গীতে মিশে।
এই বাংলার বুকে শত অনুরাগে–
এদিন থেকে শত বছর আগে।

জাতির পিতার লাশ সিঁড়ি পরে–
পদের নেশায় হুমড়ি খায় নর্দমার নীরে
হায়!অভাগা জাতি ডুবে আঁধারে
একুশ বসন্ত ডুবে সব ভাগাড়ে,
পাপ তরী অতি ভারী নিমজ্জন পাথারে।
ক্ষণিকে চাকা বিপরীতে ঘোরে
ন্যায়ের নৌকা আসবে ফিরে বাসনার মিনারে
একদিন জনক দুহিতা প্রশান্তির হাল ধরে;
বিশ্বাস ঘাতকগণ ত্রাহি ত্রাহি বাংলার নীড়ে।
জাতির পিতা মুজিবের সজ্জিত বাগে–
এদিন থেকে শত বছর আগে।

শত বর্ষে আজি তোমায় স্মরি
তব আদর্শ শিরে করি
রণ সম্মুখে আত্মজা তোমারি
শক্ত হাতে নৌকার হাল ধরি,
নির্ভয়ে সিন্ধু দিচ্ছে পাড়ি
বিজয় রথ চলছে উড়ি,
স্বপ্নের সোনার বাংলায় নেই অনাহারি
সোনায় সোনায় গিয়েছে ভরি
জননেত্রী আজি দেশ কান্ডারি;
পদ্মার বুকে চলছে গাড়ি
প্রবৃদ্ধি গৃহে সাফল্য সিঁড়ি
ডিজিটাল বাংলাদেশ গড়ি।
বিশ্বে আদর্শ এখন উন্নয়নে
জয় জয়কার মানবতায় আর কল্যাণে–
সেদিন থেকে শত বর্ষ লগনে।

স্বাধীনতার স্থপতি জুলিওকুরী,
বাঙালি হৃদয় বড় ব্যথাতুরে
দিবানিশি অশ্রু ঝরে সকাতরে
করেছ মানুষ ভেতো বাঙালিরে
দাঁড়িয়ে স্বীয় মৃত্যু দুয়ারে।
বঙ্গবন্ধু,তুমি আছ সব বাঙালি অন্তরে
আজি বাংলা বেঁচে রয় জননেত্রী তরে
মিনতি স্রষ্টা পানে দীর্ঘায়ু কর তারে
নিবাসী হও বেহেস্ত পুষ্প বাগে
তব চরণে শ্রদ্ধা মম ভক্তিযোগে–
শত বর্ষ থেকে এক দিন আগে।

—(শেষ পর্ব)
  রচনাঃ১৬/০৩/২০২০