ভেবে দেখলাম কি করেছি এতকাল ধরে , কি করেছি
কি চেয়েছি কিংবা পেয়েছিই বা কি । কাকেই দিয়েছি কি
নিয়েছি কিবা আনমনে কিংবা অগোচরে । পারে না মন
দিতে উত্তর কিছুর বা অনেক কিছুর । ইচ্ছে করেই কি মন
সব ভুলে যায় , কিংবা ভুলে যাওয়ার করে ভান পাছে পাই ব্যথা !
তবুও ভাবি , ভাবনা ছাড়া যে এখন কোন কাজ নেই আমার
ভাবনার যাবর কেটে কেটে বানাই রাজ প্রাসাদ , এক নিমিষেই তা
ভেঙ্গে ফেলে গড়ি কুঁড়ে ঘর ! রচি মায়া কানন , যামিনী কামিনী আর
গোলাপ সুবাসে ভরা । এরপর তাতে গেঁড়ে দেই তুচ্ছ ঘাসের ফুল ! কখনও
সাগর জলে ভাসাই বিশাল সাম্পান , তা ফেলে পাড়ি দেই ডিঙ্গি নৌকোয় !
ভাবনার পাখা আছে উড়িবার , ডানা আছে মেলিবার
আমার কিছুই নেই , কেবল দু পা সম্বল ! তা নিয়ে ভাবনার সাথে
তাল মেলে চলা ভার । চলা ভার । দুদণ্ড কথা বলাও ভার । তারপরও সে
হরদম আসে বেড়াতে মনের আঙ্গিনায় । কে ডেকেছে তারে , দিয়েছে নেমন্ত্রন
কিংবা জানায় আমন্ত্রন ! ভাবনার ‘ভাব’ টুকু রেখে ‘না’কে দিলেম বিদায়
এখন ভাব নিয়ে বেশ আছি আমি ! তারপরও কোন অগোচরে হরদম না
এসে দেয় যোগ ভাবের সাথে । ভাব আর ভাবনা । তাই বেশ !