যে পৃথিবীতে জেগে আছো তুমি ,আছো জেগে
তার অকুণ্ঠিত প্রতি ঘাস তোমার , অকূল প্রতি শিশিরের কণা
বৃষ্টি ফোঁটা বারোয়ারী অকাতর , প্রভাত অংশুমান !
প্রতিটি নাওয়ের পালে তোমার হাতের প্রগাঢ় স্পর্শ
ছোঁয়া লাঙ্গলের ফলায় বিদীর্ণ মাটির বুকে
পায়ে পায়ে অতিক্রান্ত যে পথ সেখানেও লেখা আছে
তোমার নাম । তোমারই রাখি বাঁধা !
প্রতিটি নারী তোমার মাদুলি মাতা , মায়াজাল ভগিনী অথবা
রহস্যময়ী প্রিয়তমা
রক্ত অথবা অদৃশ্য বন্ধনে বাঁধা প্রতিটি পুরুষ তোমার
মদির বর্তমান অথবা আদি পিতা !
কি এক সুগভীর নিশ্চয়তা নিয়ে তুমি আছো ছড়িয়ে
পূর্ব পশ্চিম , উত্তর –দক্ষিণ, নৈঋত , বায়ুকোন !
অনুতাপ মনান্তর তবুও
উষ্ণ আবেগে মথিত হয় হৃদয়। পরতে পরতে লেখা হয়
জানা আর অজানা মনুষ্য নাম! হারায় কি তারা ?
কেবলই হয় মধ্যপদলোপি ক্ষয়
কোন রাতে অথবা প্রাতে।
একদিন মনোনীত চলে যাওয়া ।
চারদিক মনোহর আলো , শোভা মনোরম
অচেনা একজন রবে । তাঁকেই ভালবেসে
সঁপে দিও তোমার সৌরভিত হৃদয় ।