অনিন্দিত তোমাকে ভুলে যাব আমি , একথা কি কোরে পারলে
ভাবতে , হয় না বিশ্বাস বহু কোনক্ষণে !
এ ভাবনা যদি সত্যি সত্যি , সত্যি হয়ে যায়, অলুক্ষণে তিন সত্যির মতো !
তিন সত্যিকে বড় ভয় আমার ।
আর সেই আমি তিন সত্যিকে পাশাপাশি মেলে
তোমাকে ভুলে যাবার কথা ভাবছি !
ভুলে যাবার ভাবনা যদিও আমার নয়,তোমার !
জানো তো , অনেক সময় ইচ্ছে না থাকলেও অসময়ে আচমকা
কারো বলা কথা সত্য হয়ে যায় । টিংটিঙে টিকটিকির ‘ঠিক ঠিক’ এর মতো ।
কোন যুক্তি নেই , তর্ক নেই তবুও যেন হবেই হবে!
সুভাষিত প্রণয় বৃন্তচ্যুত করার ভাবনা না ভাবলেই কি নয় ?
বুনোট জটিল ভাবনা লুকোতে নিজের বেঙ্গমারই পারে না
কেবল ! আর তোমার মাকড়সা কথার জালে আটকে পড়ে
মনে রাখার সেই ‘এক সত্যি ‘ ভুলতে বসেছি কি আমি !