উল্লোল রোদ্দুর !
উঠোনের চিলতে মেঠো পথটাকে
ক্ষণিক উল্লসিত করেই হঠাৎ চলে যাওয়া !
তারে তারে উড়ে জলভেজা শাড়ী টুকিটাকি ম্রিয়মাণ
আর শীতের কাঁথা বালিস, তাদেরও চাই বিন্দু উষ্ণতা ।
দাঁড়ে বাঁধা টিয়া ময়না আর পথের চড়ুই, তারাও চায়
টুকরো রোদ্দুর, বন্ধ খাঁচা হিম কিংবা খোলামেলা শরীরে !
গাছের সবুজ পাতারা বাতাসের গলে একতরফা
লুকোচুরি খেলা খেলে দিনভর রোদের অন্বেষণে !
একপেশে রোদ্দুর !
মাতোয়ারা যেন আপনি আপনাতে !
বারোয়ারী বড় উদাসী সে । চেনাজানা দরদালানে কেবলই
নিত্য আসা যাওয়া ,মাখামাখি আপন মত্ততাতে ।
মাধুকরী মাধবী নয় কোনদিন হতভাগ্য কুটীরের
সরল উদাস পথে , কিংবা লুকিয়ে ভিন্ন রথে !
উন্মত্ত রোদ্দুর ! মাধ্যাহ্নিক অসহ্য বড়
তার জিম্মাদার কেবলই কলিঙ্গ পরবাসী !