কোন গৃহে নেই তাঁর যথাযোগ্য প্রবেশাধিকার
যথেচ্ছ বা যদিচ্ছা নয় , কেবলই যথাবিধি !
কেউ বলেনা মাত্রিক মাদকতায়,’এস , এস
আমার ঘরে এস’ । তবে এসব মায়াবী অট্টালিকা,
সুরম্য নগরী , মূর্তিমান বসত বাড়ী , বর্ণালী উদ্যান
বসুমতী, বসুন্ধরা কার জন্য ?
বর্ধিষ্ণু বর্বর বেঁধেছে বাসা
ক্লেশে কিংবা অক্লেশে নগরীর চারধারে ! বাতিঘর দিয়েছে
নিবিয়ে ! বন্ধ বাতায়ন । বিভীষণ বিভঙ্গে গ্রাস করে তাঁরা
বাদাড় জঙ্গল , ভূমি , বায়ু , অগ্নি , জল , বিন্যস্ত আকাশ ।
ধনশ্রী রাগিনী ঠোঁটে ঢেকুর তোলে ঢাউস , তৃপ্তির !
দখলে তাঁদের জলতরঙ্গ
অজস্র ফুলের বাগান, মেঘ দোলা সারি সারি
খাঁচায় পোষা পাখী ময়না অথবা টিয়ে,রঙধনু মাছের দল
শূন্যতার গহীন লেজে আধাঁরে মাতানো দশদিক ।
তুমি লোহার খাঁচায় পোষা ময়না হবে , কিংবা টিয়ে
রঙধনু মৎস্য সুদৃশ্য কাঁচের পাত্রে ? হলে হতে পার
আবাস মিলবে। কিন্তু মানুষের জন্য নিরাপদ কোন আবাস নেই !