ভুলের ভেলায় ভেসে গিয়ে
ঘর বেঁধেছি লোনা জলের তীরে,
তোমার মিথ্যে ভালোবাসাকে ঘিরে,
তাইতো ঘর ভেঙে গেলো
হিল্লোলেরি তোড়ে,
এখন আমি ভাসছি শুধুই
লোনা জলের ভীড়ে,

আর তো পাবো না
হারানো অতীত ফিরে,
জীবনের কাছে হয়তো আমি
গিয়েছি আজ হেরে,
তুমি যখন সবটা জেনেও
গিয়েছো আমার পথ থেকে সরে,
শূন্যতায় আছি আমি
তাইতো তোমার তরে।

নীরবতার বসত শুধু
আমার ছোট্ট ঘরে,
মিথ্যে আশা নেই তো আমার
আর তো তোমায় ঘিরে,
তোমার দেওয়া কষ্টটুকু
রেখেছি মোর শিরে,
নাই না হলো পাওয়া
তোমায় আর ফিরে।

15/11/2018