ভেজাল
-কনিকা সরকার
চারিদিক যাচ্ছে শুনা
সবকিছুতেই নাকি ভেজাল আর ভেজাল,
সাধারণ মানুষ তাতে
সদায় হচ্ছে নাজেহাল।
খেয়ে পড়ে বাঁচবে মানুষ
ভেজাল মুক্ত খাদ্য,
অসাদু ব্যবসায়িদের কাছে
তা যে আজ বদ্ধ।
ক্যামিকেলে ভরা থাকে
তাদের গড়া খাবার,
শুদ্ধ বলে চালায় তা
কত শত বিজ্ঞাপনে আবার।
পঁচা বাশি খাবার তারা
বেচে ভালো বলে,
তাদের তরে ভালো ভাবে
বাঁচার উপায় নাহি আমাদের মিলে।
এই সমাজে তারা যে
এক প্রকার নীরব ঘাতক,
তবুও তাদের কেউ করে না
বুঝে শুনেও আটক।
অসহায় মানুষগুলো তাদের তরে
ভুগছে কত রোগে,
সমাজে তবুও তারা চলে
বুক ফুলিয়ে সবার আগে।
নিরাপদ খাদ্য আমরা
এবার চাই-ই চাই
সুস্থ ভাবে বাঁচার অধিকার
যেন আমরা ফিরে পাই।
রচনাকাল-21/05/2019