সকল সুখ থাকনা সুখে
আমার শহর থেকে সহস্র পথ দূরে
নাই বা হলো গাওয়া গান
সুখের কোন সুরে।
কাশফুল উড়ে যাক পাপড়িবিহীন ডাটা দাঁয়িড়ে থাক
শরতের শেষে
কষ্ট দিন যাবে কেটে যাবে
তোমায় পাবার মিথ্যে আশে।
ফিরবে না ফিরা হবে না
হয়তো কোন দিন
শুধু ফিরবে বলে স্মৃতির দোলাচলে
মিথ্যে সুখের দিন আঁকবো অন্তরে
শুধু তুমিহীন।
23/11/2018