তোমার ছোট্ট একটা শহর,
সেথায় নেইতো আমার কোন ঘর।
তোমার উঠোন জুড়ে সজনে ফুলের মেলা,
সেথায় আমার তরে সাজানো আছে অবহেলা।

তোমার শহর জুড়ে কমলা রঙের রোদ,
আমায় পুড়িয়ে জানি না নিচ্ছো কিসের প্রতিশোধ।
নিঝুম দুপুর বেলা শীতল হাওয়া যেথায় করে যখন খেলা,
উদাস মনে বিষণ্নতায় তখন আমার কাটে সকল বেলা।

জোসনা সেথায় চাদর বিছায় সবুজ ঘাসের উপর,
সকল কিছু আপন তোমার আমি শুধু পর।
জোনাক সেথায় আলো নিয়ে করে মাতামাতি,
অন্ধকার করে আমায় নিয়েছো তুমি সকল প্রীতির বাতি।

রচনাকাল-06/05/2019