তুমি স্বপ্নের সেই রোদ্দুর
আমি তোমার বৃষ্টি কণা
মন চাইলে ভিজাবো তোমায়
ভালোবাসার সিক্ত জল ধারায়।
শন শন হাওয়ার সাথে সুরের স্রোত ধারায়
বৃষ্টিস্নাত হওয়ার তৈরী হয়তো কোন বীণায়
শোনাবো যে মধুর সুর কোন এক সাঁঝের বেলায়
ভালোবাসার বৃষ্টিতে তোমার মন নদী ভরিয়ে দিব কানায় কানায়।
তুমি স্বপ্নের সেই রোদ্দুর
আমি তোমার বাদল ধারা
ছুটে ছুটে ফিরে আসবো আমি পেয়ে তোমার সারা
তোমার স্বপ্নে গড়া সেই স্বপ্ন পাড়া।