তোমার ব্যস্ত শহর (২)
--কনিকা সরকার
তোমার শহরে শুধুই ব্যস্ততার আলিঙ্গণ
শুধুই ব্যস্ততার আবাহন-
কোলাহলে পূর্ণ চারপাশ।
আঙিনায় তোমার শত আলোড়ন,
শত উচ্ছ্বাসের হাতছানি-
প্রহরগুলো হারায় তোমার
সহস্র কাজের ভিড়ে,
ভাবনা সকল জড়ায়
নানান যুক্ত জটিল জটে।
শত রঙের পুষ্প সুভাস ভাসছে
ধরার তনু জুড়ে,
তবু যেন হৃদয়পুর ঝরাপাতার
সুর বেঝেছে তোমায়বিনে।
প্রতিক্ষায় খুঁজে প্রাণ
তোমার মুক্ত কিছু সময়ের বেলা,
কিছুটা একলা তোমার ক্ষণ-
যেথায় ব্যস্ততা নিবে ছুটি
হয়তো ক্ষণিককাল,
নয়তো বা দিবসের কিছুটা প্রহর।
ব্যস্ততার জটিল জাল ছিন্ন তোমার হলে
হিয়ার মাঝে খনিক হর্ষ
আসবে হয়তো ছুটে।
রচনাকাল-১১/০২/২০২০