আজকাল তুমি বড্ড ব্যস্ত
ব্যস্ত তোমার শহর
তোমার আশায় কাটছে না আর
দেখ আমার কোন প্রহর।

বিকেলটা আজ মৌনতাতে
যাচ্ছে না তো কেটে
পাড়ি দিচ্ছি হাজার পথ
একলা আমি হেটে।

শত বিকেলের মৃত্যু
আর দেবো না তো হতে
গোধূলীর ক্ষণিক আলোও
যদি থাকে সাথে।

নীড়ে ফেরা পাখির দল
দেখি না আর অশ্রু ভেজা চোখে
অশ্রু ধারায় যাচ্ছি এখন
নতুন স্বপ্ন একে।

ইচ্ছেগুলো স্বাধীন আজ
যেন রঙিন প্রজাপতি
রং ছড়িয়ে ডানা মেলে
যেথায় খুশি সেথায় হারায় দিবা-রাতি।

অপেক্ষার পাখি নীল আকাশে
ডানা মেলেছে,
তোমার ব্যস্ত শহর থাকনা ব্যস্ত
আমার মাঝে নতুন আমিতে আজ
এক অন্য আমি খুঁজে পেয়েছে।

১২/১১/২০১৭