টম এন্ড জেরি
---কনিকা সরকার

টম এন্ড জেরি
কেউ কাউকে যায়না কভু ছাড়ি।

ভালোবাসায় পূর্ণ তাদের জীবন
তাদের দেখে ভরে সবার মন।

খুনসুটিতে কাটে তাদের সর্বক্ষণ
থাকতে পারে না একে অন্যের বিহন।

তারা কেউ কাউকে যায় কভু ছেড়ে
শত ঝগড়া শেষেও আসে আবার কাছে ফিরে।

এ যেন সুখের এক খেলা
ভালোবাসায় কাটে তাদের বেলা।

অভিযোগ আছে কত শত
তবুও মারামারিতে থাকে না তারা বিরত।

অভিমানে মুখটি যখন ভার
চলে কত মান ভাঙানোর জোয়ার।

তারা একে অন্যের কত যে আপন
রাগে-অনুরাগে পূর্ণ তাদের জীবন।


রচনাকাল-14/07/2019