তাকে বলে দিও
---কনিকা সরকার
নীলাভো নীল অম্বরের লীলিমায়
নিজেকে করে বন্দি আমি তো বেশ আছি,
তাকে বলে দিও।
কাক ডাকা ভোরের নিস্তব্দতায় নিরব কলরবে
আর রাত জাগা বকুলের ঘ্রাণে-
দিনের শুরু হয়ে, যায় তো কেটে সময়
তাকে বলে দিও।
ক্লান্ত দুপুরের শরীর জুড়ে ঘুমের আলিঙ্গনে
দিন ফুরিয়ে যায় আমার অপেক্ষার শেষ বিকেলে,
তাকে বলে দিও।
ছাদের অন্তিম প্রান্ত হেটে দিবসের শেষ কথা হারায়
গোধূলীর রং মিশে যায় মনের হারানো রঙের সাথে
তবুও বেশ থাকা হয়,
তাকে বলে দিও।
দিনের শেষ ক্ষণে জ্বালিয়ে প্রদীপ আলো,
বাঁচিয়ে রেখে মনের শত শত আশার প্রভা,
নিরন্তর ভালো থাকায় হয়তো গড়া হয় প্রয়াস-
তাকে বলে দিও।
যামিনীর আধার কালোতে ভয়ার্ত প্রাণে
পাশে থাকা বিন্দু জোনাক আলোতে
মনের সাহস যোগাবার এক প্রাণান্ত চেষ্টা
নাইবা হলো সঙ্গী সেই শশী কিরণ
তবুও ভালো থাকা হয়-
তাকে বলে দিও।
রচনাকাল-29/07/2019