যদি এমন হতো
পুরো পৃথিবীটাতে বিরাজ করতো
মানবতা আর মনুষত্বের ধর্ম-

যেখানে থাকতো না
সহিংস্রতা, হিস্রংতা, নির্মমতা
জুলুম আর নির্যাতন।

যেখানে শুধু  হতো সত্য,
সুন্দর আর নির্মলতার আবাস-
যেখায় মিথ্যা থাকতো বিলুপ্ত এক শব্দ।

অন্যায় অবিচার অনাচার
গুলো হয়ে যেতো উধাও-
ন্যায় আর শুদ্ধতা থাকতো যেখায় ভিড়ে।

কান্নার শব্দ যেথায়
বিলুপ্ত হয়ে যেতো
মিষ্টি হাসির শত কোলাহলে।

24/04/2019