সময়
---কনিকা সরকার


চলে যা্ওয়া সময় ফিরে না তো আর
রেখে যায় কত ক্ষত মনের ভিতর।
অতৃপ্তির হতাশার শুধুই কন্দন
আশা থাকে নিরাশায় বাঁধে না বন্ধন।
সময়ের কথা গুলো কাঁদে নীরবেই
বলা না বলায় থাকে মন গভীরেই।
কষ্টের দহন সদা জ্বলে হিয়া জুড়ে
চারপাশ শূন্য লাগে বসন্তের সুরে।

জীবন স্মৃতিতে খুজে সুখের পা্ওয়া
শূন্যতায় থাকে শুধু সকল চা্ওয়া।
বিষণ্ন যামিনী খুঁজে আগামী প্রভাত
না ফেরা সময়ে আসে তবু নব রাত।
ক্ষণিক হর্ষ জায়াগ মনেতে পুলক
সময়ের গহ্বরেই খুশির আলোক।

(8+6=14)
রচনাকাল-31/10/2019