স্মৃতি তুমি বড়ই মধুর
হাসাও কাদাও ভাসাও দূর বহুদূর।
সময় চলে যায়
তোমার মাঝে অতীতকে
সদায় খুঁজে পাই।
একলা ক্ষণে আপন প্রাণে
তোমার নিয়ে ভাসি
মাঝে মাঝে তোমার সাথে
মুখে ফুটে উঠে হাসি।
তোমার স্রোতে ভাসতে ভাসতে
সুখেও কাদে মন
দুঃখগুলো থাকলেও কাছে
মন ভুলে সেই দুঃখক্ষণ।
একলা ক্ষণে তুমিই আপন
তুমিই সকল অনুভূতি
বেচে থাকার সদায় বেলায়
তুমি সকলের গতি।
আপনজন সকল বেলায়
রইবে না তো জীবনে
তুমি রবে থাকবে সাথে
জীবনের শেষ বেলাও হয়তো মরণে।
বন্ধু সখা প্রিয়জন
যখন কেউ রবে না পাশে
তুমি তখন থাকবে সাথে
আমায় ভালোবেসে।