সময়ের স্রোত
.........কনিকা সরকার
রং পেন্সিল আর কলম ধরার হাত যদি একবার মুষ্ঠিবদ্ধ হয়
তবে তোমরা বুঝে নিও
এ হাত মুষ্টিবদ্ধ হয়ে গগনের পানে উদ্ধত হয়েছে
অন্যায়ের বিনাশ করবে বলে।
অধিকারটুকু ছিনিয়ে আনবে বলে।
নিজের প্রাপ্তটুকুতে কাউকেই অন্যায় ভাবে
থাবা বসাতে দিবে না বলে।
যে কন্ঠে সর্বদা ধ্বনিত হয়
পাঠ্য বইয়ের ছড়া, আর কবিতা ধ্বনি
আর প্রিয়ার উদ্দেশ্যে প্রণয়ণের বাণী
সে কণ্ঠ যদি
স্লোগানের তীব্র যন্ত্রণার আর্তনাদে
চিৎকার দিয়ে উঠে
তবে সে চিৎকার রুখতে পারবে না কোন শক্তি,
বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না কোন বাঁধা,
বানের স্রোতের চেয়েও তীব্র হবে সে স্রোত
যা ভাসিয়ে নিয়ে যাবে
পথে ঘাটে যত আছে
নিয়ম নীতির চার দেয়ালের পাশে গড়ে ওঠা
ডাস্টবিনের চার দেয়ালের মাঝে অনিয়মের সব জঞ্জাল
প্রকৃতিকে যা করে দিবে বিশুদ্ধতর..................
বয়ে আনবে শান্তির শীতল নিঃশ্বাস...............
13/03/2018