শূন্য পূজোর ডালা
----কনিকা সরকার
চারিদিকে কত শত আলোর চমক
শুধু আলো আর আলো
এখানে শহরে যেন চলছে আলোর মহৎসব
আর কত কি বর্ণিল আয়োজন
কত বাহারি সাজ-সজ্জা,
কত রঙিন রঙের ছড়াছড়ি।
আর ওই পল্লী গাঁয়ে
নেই ছিটে ফোটা আলোর ঝলকানি-
নেই পূজোর কোন সাজ।
উঠোন ঝুড়ে পড়ে আছে শিউলি ফুল
সাজেনি পূজার ফুলের ডালা,
বাজেনি এখানে ঘন্টা কাসর-
শোনা যায়নি তো ডাকের আওয়াজ,
বধূদের মঙ্গলময় উলু ধ্বনি,
পড়ে আছে শূন্য মন্ডপ খানি।
কাশফুল থমকে আছে যেন তার শুভ্রতায়
দোলেনি তা পূজোর গন্ধে,
ভোরের শিশিরে আসেনি শারদ
আনন্দের আলোরণ।
অসুরবধিনী আসেনি এখানে-
নেই তাকে ঘিরে খুশির ছটা,
নেই প্রাণে প্রাণে শরৎ আনন্দের ছোঁয়া!
আছে কেবল অসুরবধিনীকে দূর থেকে
এক পলক দেখার দীর্ঘশ্বাস-
ওই শহরের কোন মন্ডপের দ্বারে দূরে দাড়িয়ে।
রচনাকাল-03/10/2019