কে বলে মৃত্যু তোমায় নিয়ে গেছে বহুদূরে
তুমি যে রয়েছো আজো এই মানুষের সমুদ্দুরে।
তুমি রবে তো চিরকাল
গগনে রবি রবে যত কাল।
সাহিত্যাকাশে তুমিই রবি
তুমি যে হে বিশ্বকবি।
তোমার আলোয় জ্বলে উঠেছে দেখ
শত শত তারকা রাশি।
তোমার সুরেতে প্রতিনিয়ত বেজে উঠে
ওইতো বাঁশের বাঁশি।
হে মহান কবি
সহস্রবার প্রণাম রইল তোমার প্রতি।
রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।

05/08/2017