শরৎ শুভ্রতায় সাজে অম্বর অবনী,
দূর্বা ডগায় শিশির সৗন্দর্যের রাণী।
শিউলির শুভ্রতায় দিবসের শুরু
সুভাসে জড়ায় দিক মন উড়ু উড়ু।
নীল আকাশ সেজেছে শুভ্রতা ছড়িয়ে,
তুমি এসো হাত ভরে কাশফুল নিয়ে।
ভোরের শীতল বায়ু তনু শিহরিত,
বৃক্ষ শাখে নব ছন্দে জাগে গান কত।

স্রোতসিনীর স্রোতের ধারায় ধারায়,
শরৎ সমীরণ যে হয় আত্মহারা।
স্রোতসিনী শুভ্র রঙে সাজায় নিজেকে
অবনীর হাসি যেন ফুটে চারিদিকে।
উদাস প্রাণ হারায় প্রকৃতির রূপে
মন প্রাণ যেন চায় দিতে আজ সপে।


(8+6=14)
রচনাকাল : 19-09-2023।