ক্লান্তহীন ব্যস্ত শহরের শব্দ দূষণের মাঝে
তোমার কথা গুলো আজোও যেন কানে আমার বাজে।
তুমি রয়েছো যে আছো সেই শব্দ দূষণের ভীড়ে
শুধু আমি ফিরে এসেছি আমার শান্ত, ছোট্ট নীড়ে।
ফেলে এসেছি শুধু গুটি কয়েক কথা
মনে আজও সৃষ্টি করে চলেছে সেই স্মৃতির ব্যথা।
শব্দ দূষণে কথাগুলো হারিয়ে গেছে জানি
স্মৃতি তবুও বাচিয়ে রেখেছে তোমার বলা কিছু বাণী।