সে অনেক কথা
-কনিকা সরকার

সে যে অনেক অনেক কথা
একান্তে সৃষ্টি হয় মনের গহীনে
আবার হারিয়ে যায় কোথায় যেন
কখনো তা ব্যক্ত হয়ে উঠে না……
ঠিক যেন শরতে ফোটা
ধবধবে সাদা কাশফুল গুলোর মত
শুভ্রতা ছড়িয়ে আবার কোথায় যেন হারিয়ে যায়।

হারিয়ে যায় শরতের আকাশে ভেসে থাকা
ধবধবে সাদা মেঘের মতো…
সময়ের ব্যবধানে কোথায় যেন লুকায়।

একান্তে গড়া সে কথাগুলোর
মালা গাঁথা শুধু ….
বলা হয়ে ওঠে না আর।

বলবে বলে যখন মন উচাটন
তখন নিশ্চুপ প্রাণ জানায়
সে কথা গুলো শুধুই তার ভালো লাগা
অন্যর তো নয়……….

আবার যেন শুকোয় যে কথার মালা,
হারিয়ে যায় স্রোতস্বিনীর গায়ে ভাসা খড়কুটুর মতো।



রচনাকাল-22-02-2024