বসন্তের পুষ্প বনে
আগুন লাগা শত রং এনো আজ তুলে
আমি সাজতে চাই, রাঙাতে চাই
তোমার আনা শত রঙে,
ওই পলাশ শিমুল আর বন ফুল
আনো যদি মুঠো ভরে
অলক সাজাবো না হয় পুষ্পালঙ্কারে
মনে ফাগুন হাওয়া দিয়ে,
আমি সাজবো আমায় তোমার রঙিন রঙে।
ফাগুনের উদাস করা হাওয়া
আমি দিবো উড়িয়ে তোমায় সাথে নিয়ে,
তোমার দেওয়া শত রং পেয়ে।
আমি মেলবো ডানা
ওই শুভ্র নীলাম্বরের শুভ্রতার ভিড়ে,
তুমি রঙিন রং এর মেলায় রেখো আমায় ঘিরে।
20/03/2019