ছোট্ট বেলায় ছুটির ক্ষণে
মেতেছিলাম কত খেলায়,
মনটাকে পাখি করে উড়ে গেছি কত
ঘাস ফড়িংয়ের মেলায়,
আজো তা রয়ে গেছে
স্মৃতির রঙিন পাতায় ।
মাঝে মাঝে একলা ক্ষণে
দোলা দিয়ে যায় যে মনে,
ফিরিয়ে নিয়ে যায় যে আমায়
রঙিন সেই দিনের পানে।
সবুজ ঘাসে লুটোপুটি
কত মধুর ক্ষণ,
আজো আমায় ব্যাকুল করে
ভাবলে সেই ক্ষণ,
ফিরে পেতে চায় যে আবার
আজও আমার মন।
নতুন বইয়ের পাতায় পাতায়
কত রঙিন ছবি,
কত নতুন কবিতায়
বই ভরেছে কবি ।
এসব আজ শুধুই স্মৃতি,
বদলে যাওয়ার এই তো রীতি।
তবুও তো মন
ছুটে চলে যায়,
যখন একলা ক্ষণে
মন নিজেকে হারায়।