পুলকে তুই
----কনিকা সরকার
শত ব্যস্ততার মাঝে তুই
এক টুকরো কথার কাপন,
নিশ্চুপ নীরবতায় তুই এসে
হট্টোগোলে করিস যেন শাসন।
একটু একলা থাকার বেলা
তোর চলে মিথ্যে ছলের খেলা,
কল্পনাতে আঁকতে থাকিস
নানা রঙের ভেলা।
শূন্যতায় গহ্বরে হারিয়ে
উদাস যখন মন,
শত হাসির ফোয়ারাতে
করিস তুই যেন খুশির আমন্ত্রণ।
অশ্রু যেন ফুটে ওঠে
হয়ে খুশির শতদল,
হঠাৎ যেন পুলক লাগে
মনে পেয়ে বৃষ্টি জল।
রচনাকাল-02/09/2019