প্রতিবাদ মানে অগ্নিদগ্ধ হওয়া
প্রতিবাদ মানে হঠাৎ গুম হয়ে যাওয়া
প্রতিবাদ মানে রাস্তায় বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকা
প্রতিবাদ মানে নদী, নর্দমা, নালায় ভেসে ওঠা নিথর দেহ
প্রতিবাদ মানে স্বজনের তরে স্বজনের চোখে লোনা জলের ধারা
প্রতিবাদ মানে মায়ের কোল শুন্য হওয়া আর হাহাকারের ধ্বনি
প্রতিবাদ মানে পরিবারকে অনিরাপত্তায় ফেলে দেওয়া
প্রতিবাদ মানে প্রতি মুহূর্তে হুমকি-দমকি নিয়ে বাঁচা
প্রতিবাদ মানে আমি একা বাকিরা সবাই তামশা দেখার দলে
প্রতিবাদ মানে মৃত্যুর মিছিলে এক যাত্রী-
আর এটাই আমাদের সমাজ
এটাই আমাদের সংস্কৃতি
মানিয়ে নাও, মেনে নাও।

রচনাকাল-11/04/2019