প্রণয়ে মন
---কনিকা সরকার

খুনসুটিতে হারায়াছে যখন শান্ত মন
কোন ক্লান্ত দুপুর ক্ষণে,
ফাগুন হাওয়া যায় দিয়া যায় দোলা
তখন শুন্য প্রাণে।  

হঠাৎ পাওয়া আলোর ভীরে
উচ্ছসিত হয় হিয়া,
কি করিয়া বাঁধিব তারে
কোন সে বাঁধন দিয়া।

চমকিত প্রাণ খুঁজিয়াছে বারংবার
তাহার প্রণয় খানি,
চারিদিক যেন সাজিয়া উঠে
বহিয়া আনে যেন তাহার বাণি।

পবন যেন করে মাতামাতি
আনে যেন সাথে তাহার গন্ধ,
পুষ্প কাননে কাননে
ধরিয়াছে কত শত আনন্দ।

মন যেন সাজিয়াছে আজি
নব কোন রূপে,
প্রণয়ের তরে প্রাণ যে
দিয়াছে মনখানি সপে।

রচনাকাল-08/09/2019