যতই গড় মায়ার বাঁধন তুমি
একদিন তো ছাড়তে হবে এই না ভূবন ভূমি।
যতই থাকো রঙ তামাশায়, যতই কর রঙ্গ
প্রাণ পাখিটা উড়ে গেলে সবই হবে সাঙ্গ।
রঙের ডিঙি যতই তুমি গড় শক্ত করে
প্রাণ পাখি দিলে ফাকি তা রবে মৃত্তিকাতে পরে।
হাজার বছর কেউ রবে না এই না ধরার মাঝে
বৃথা সময় দিচ্ছো তবু মিথ্যে সুখের খুজে
মনটা তবু জেনে শুনেও নাহি কিছু বুঝে।
কয়েকটা দিনের জন্য কেবল থাকে সং সেজে।
চারিদিকে রঙের বাহার, রঙিন আসমান
এসবের মাঝেই হবে জীবনের অবসান।
যতই কর টাল বাহান যতই দেখাও বল
মৃত্যু যে নিতে আসবে জীবনের এটাই শেষ ফল।
মিথ্যে যত অহংকার আছে যত যশ খ্যাতি
শেষ বেলাতে কেউ হবে না তোমার জীবন সাথী।
রচনা কাল-০৩-১২-২০১৮খ্রিঃ, ১৯ অগ্রহায়ণ,১৪২৫ বঙ্গাব্দ