পথের শেষ
.....কনিকা সরকার
পথের শেষ প্রান্তেই হলো সমাপ্ত।
কথার মালার যবনিকা এখানেই-
ফুরাতে চায় চাওয়া গুলো শুন্যতায়।
অপলক দৃষ্টি শুধু সম্মুখেই,
হারায় মনের অভিলাষ দিক শুন্যে।
তবুও পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে-
একটু নির্ভরতা খোঁজতে চাওয়ায়,
মিথ্যে হয় যখন সকল অনুপ্রায়,
বিষন্নতা খেলে মনের দেয়ালিকায়।
পথের শেষ সীমানায় তবুও জাগে আশা,
হৃদয় সরোবরে ফুটে ওঠে কমল।
রচনাকাল-22/08/2019