শিক্ষা তো আজ শিক্ষা নাই
হয়েছে তা ব্যবসার সফল পণ্য
যে শিক্ষায় খুঁজে নাহি পাই
মনুষ্যত্বের গণ্য।
কোচিং নামে শিক্ষালয় আছে এই দেশে
শিক্ষা বিক্রয় হচ্ছে আজকাল তাকে কত কৌশলে,
কিছু লোক আছে সেখায় শিক্ষক বেশে
টাকা তারা নিচ্ছে তাতে কত রকম ছলে।
প্রত্যাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক কত রকম পরীক্ষা
সহজ সরল পথে এ প্লাস প্রাপ্তির সেখানে দেওয়া হয় ব্যাখ্যা,
এসব শুনে অভিভাবকরা ভাবে এখানেই আছে প্রকৃত শিক্ষা
যে করেই হোক এখান থেকেই সন্তানকে দিতে হবে দীক্ষা।
(31/01/2019)