পিয়াজ
--কনিকা সরকার
পিয়াজ পিয়াজ পিয়াজ
হচ্ছে একটাই আওয়াজ,
বাংলা কাঁদে আজ
কিনতে গিয়ে পিয়াজ,
রান্নাতে যাচ্ছে কমে
দিন দিন তার ঝাজ।
মসলার জগতে সে
করছে একাই রাজ,
তার দামে ক্রেতার
মাথায় পড়ছে বাজ।
সবার মুখে মুখে
পিয়াজ কত কেজি?
দামটা তার কমবে
এটাই এখন খুঁজি।
বাজার ঘুরে কত
খবর হচ্ছে টিভিতে,
নানা ঢঙে তাকে
দেখাচ্ছে কত ছবিতে।
দামটা তার চড়া
যায় না তাকে ধরা,
গৃহিণীর রান্না কি
আর হয় তাকে ছাড়া।
রচনাকাল-04/11/2019