পিঞ্জর
--কনিকা সরকার
পিঞ্জর আমার শূন্য ময়না বিহনে,
আখি ছলছল পুড়ে অন্তর দহনে।
তার তরে সুখ ছিল হৃদয় মন্দিরে,
অসুখ বাঁধলো বাসা প্রাণে ধীরে ধীরে।
রয়েছে পড়ে পিঞ্জর শূন্যতায় ঘিরে,
ময়না আমার আর আসবে কি ফিরে?
কত স্মৃতি তাকে ঘিরে জীবন পাতায়,
প্রতি ক্ষণ কাটে আজ মনের ব্যথায়।
মন গড়লো প্রণয় দিয়ে কত আশা,
সব কিছু ছিন্ন করে বাঁধে অন্য বাসা।
অজানায় থেকে গেল আমার প্রণয়,
দূরের আকাশ হলো তার যে আলয়।
হিয়া তবু তাকে খুঁজে মানেনা বারণ,
শূন্য পিঞ্জর জানায় মিথ্যে ভাবে মন।
= (8/6)
রচনাকাল-10/11/2020