ও অবুঝ মন, ও অবুঝ মন তুমি ভাব কেন আমায় এতো পর?
তোমায় নিয়ে ইচ্ছে করে যাবো তেপান্তর।
ডিঙি নৌকায় ভাসবো দু’জন রইবো কতো খেলায়
ইচ্ছে হলে ছুটে যাবো প্রজাপতির মেলায়।
প্রজাপতি রঙিন পাখায় যেমন উড়ে উড়ে বেড়ায়
তেমনি তোমায় নিয়ে যাবো আমি নানা ফুলের শাখায়।
রঙিন ফুলের নানান রঙে রাঙিয়ে দিব তোমায়
যদি একটু আপন ভাবো তুমি ওগো আমায়।
ও অবুঝ মন, ও অবুঝ মন তুমি ভাব কেন আমায় এতো পর?
তোমায় নিয়ে ইচ্ছে করে যাবো তেপান্তর।
সাদা মেঘের পাল উড়িয়ে পাড়ি দেবো নীলে
আপন ভেবে হাতটি ধরে সাথে আমায় নিলে।
মেঘের দেশে মেঘ কন্যার সাথে করবো গল্প
যদি তুমি হও রাজি একটু অল্প স্বল্প।
বৃষ্টি জলে স্নানে যাবো তোমায় আমায় মিলে
মেঘ কন্যা মেঘকে বৃষ্টি করে দিলে।
ও অবুঝ মন, ও অবুঝ মন তুমি ভাব কেন আমায় এতো পর?
তোমায় নিয়ে ইচ্ছে করে যাবো তেপান্তর।
চল যাই তেপান্তর
তোমায় নিয়ে যাবো আমি, যাবো তেপান্তর।