নাম না জানা পাখিটা উড়ে যখন যাবে
তার ডানা ঝাপটানোর মৃদু শব্দটুকু
ক্ষণিক সময়ে শুন্যতায় মিলাবে
কোলাহল ছুটি নিয়ে সেথায় আর নাহি ফিরবে।
নীরবতাটুকু শুধু ফেলে রেখে যাবে
নিস্তব্ধতা ঝাক বেঁধে সেথায়
তখন নেমে আসবে।
নিরবতায় এমনি করে
দিন ফুরানোর গল্পটা হয়তো ইতি হবে
নাম না জানা পাখিটা
আর সেথায় ফিরে নাহি আসবে।