বাস্তবতার কঠিন পাথরের ছুয়াই
একদিন কমলসহ হৃদয় হবে পাষাণ সদৃশ,
সে দিন এসে তুমি
করো নাকো নালিশ।

তোমায় ভেবে ভেবে
লোনা জলের আধার দুটি
হবে জল্ শুন্য,
তুমি এসে তা দেখে
হয়ো নাকো মনক্ষুণ্ন।

বলো নাকো তোমায় ছাড়া
কেন নেই আমার নেত্রপাতে জল,
কেন তোমার বিরহেও আমার মাঝে
ফুটে আছে খুশির শতদল।

অবহেলা খুব যতনে
সাজিয়েছো তুমি,
উপহার তা নিয়েছি
আপন করে আমি।

করো নাকো অভিযোগ
নিয়ে মনে একরাশ সুখ
আমিও আছি সুখে
তোমার দেওয়া যত্ন করা দুঃখে।

07/11/2018