ময়না
---কনিকা সরকার
ময়না তুই যা
তুই উইরা উইরা চইল্লা যা
তোর যেই দিকে চক্ষু যায় ঐ দিকেই উইরা যা,
তোরে আইজ থ্যাইকা মুক্তি দিলাম,
তোরে আর মায়ার বাঁন্ধনে বাঁইন্ধ্যা রাখুম না রে।
তোর পিঞ্জরের দরজা খান খুইল্যা দিলাম
স্বাধীন কইরা দিলাম তোরে...........
ঐ যে দেখতাছিস বিশাল একখান নীল রঙ্গা আসমান
এইডার পুরাডাই আইজ থেইক্কা তোর
তুই তোর মনের আশ মিটাইয়া
ঐ বিশাল নীল রঙ্গা আসমানডাই উইরা বেরাবি।
যেইখানে তোর যাইতে মন লইবো তুই ওখানানেই যাবি
তোরে কেউ আটকাইবার পারবো না রে...
ডানা দুই খানে ভর কইরা উইরা যাওয়া মজা পাইবি,
আসমানের মেঘের সঙ্গে কষ্ট গুলান ভাগ কইরা লইবি,
গাছের শীতল ছায়ায় পরানডা ভইরা বাতাসের লগে
মিষ্টি সুরে সুর বাঁইন্দা গান গাইবি,
কতই না সুখ থাববো তোর লগে,
আমি তোরে এত সুখ কথথ্যাইকা আইনা দিমু....
ময়না তুই উইরা উইরা চইল্লা যা
তোর যেই দিকে চক্ষু যায় ঐ দিকেই উইরা যা.....
আমি মিছা মায়ায়
তোরে ছাড়া একলা, কষ্ট থাকার ডরে
আরও কত না ভুল কইরা আমার পরানের সঙ্গে
তোরে বাঁইন্ধ্যা রাখার স্বপন দেখছি।
কিন্তু বুঝি নাই রে তোর সুখ তো অন্য কোনখানে
কেমন কইরা বাঁইন্ধ্যা রাখি বল তোরে আমার পরানে।
27/01/2019