এতো দিন ঘুঘু তুমি
খেয়ে গেছো ধান,
ক্রসফায়ারে এবার তোমার
যাবে যে পরাণ।
খেলেছো সদাই তুমি
লোকচুরি খেলা,
জীবনে এই বার এসে গেছে
তোমার শেষ বেলা।
অমূল্য জীবনের নেই তো কোন মূল্য
এখন তোমার
একটা পাখিরও সমান,
দেখ তোমার দিকে আসছে ধেয়ে
মরণ বান।
যেই মাদকে ভালোবেসে
করলে সবার ক্ষতি,
শেষমেষ মরণ তোমায়
নিল ছিনিয়ে তার প্রতি প্রীতি।
নিজের মায়ের অশ্রু তুমি
দেখনি তো চেয়ে,
তোমার কুকর্মের তরে
শত শত মায়ের অশ্রু জড়ে দু’চোখ বেয়ে।
নিজের তরে দেশের তরে
করলে কতো ক্ষতি
অন্যায় যে শাস্তি পাবে
এটাই চিরন্তর রীতি।
24/06/2018