মন ভালো নেই
---কনিকা সরকার

মন তো ভালো নেই অজানায় রয়েছে তার কারণ
ভালো থাকা তাই যেন হলো এখন বারণ।
মাঝে মাঝে মন আকাশে বহে উদাস হাওয়া
দোলা দিয়ে যায় মনের দেয়াল জুড়ে বিষণ্নতার ছোয়া।

কালো মেঘ যেন হঠাৎ উড়ে আসে হিয়ার ভাজে,
উচাটন প্রাণ কোথাও শুধু একটু পুলক খোঁজে।  
চারপাশে নিসঙ্গতায় একলা ছুটে চলা,
আপন মনে যেন মনের কথা বলা।

কথাগুলো শূন্যতায় যেন হারিয়ে যায়
নির্বাক দৃষ্টি থাকে শুধু দিগন্তের অজানায়।
নীবতার নিরালে খুঁজে মন হয়তো একটু আশা
নিস্তব্ধতায় মিশে যায় যত আছে মনের উচ্ছ্বিত ভাষা।

রচনাকাল-০৬/১১/২০১৯