সূতা কাটা ঘুড়ির মতো
মন তো উড়ে যেতে চায়
দূর অজানায়,
দূর আকাশের সাদা মেঘ
ছুতে চায় কত নানা বাহানায়।

মন তো হারাতে চায়
শত নিয়মের বলয় ভেঙ্গে,
দূরন্ত বাঁধাহীন সহস্র রঙের
ফড়িং এর সঙ্গে।

মুক্ত বিহঙ্গের মতো
হতে চায় স্বাধীন,
বন্ধনহীন তাদের পৃথিবীর মতো
হবে না তো সে কারো অধীন।

সিন্ধুর জলধারার মতো
হবে সে অসীম,
বৃষ্টির মতো ঝরবে যে
সদা রিমঝিম।

রচনাকাল-19/05/2019