অনুভবে অনুরাগ
ছিল যখন মনে
গিয়েছি তোমার সনে
তোমার হৃদয়ালয়ে ,
বুঝা না বুঝার ছলে
রইলে শুধুই বেখেয়ালে।
তাই তো মন আজ
বহুদূরের পথে গেল যে চলে।
পূর্ণিমার আলোর আশায়
হাতটি বাড়ালে
জোনাক আলোয় অন্ধকার
নাহি ঘোচালে।
মাটির প্রদীপ নিভে গেল
হাওয়ার ছোয়া লেগে
দেখলে না তো মুখটি ফিরে
রইলে বিলাসিতার ভিড়ে ।
অবহেলার তীরের আঘাতে
অভিমানের রক্ত ঝড়ে
অনুরাগ নীরবে তাই
ঘুমড়ে ঘুমড়ে মরে।
প্রজাপতির রঙিন পাখা দেখে
রইলে মোহের জালে
হৃদয়ের শত টুকরো হলো
অবজ্ঞা আর অপমানের ফলে।
মোহের ডোর ছিড়বে যে দিন
আর পাবে না সময়
সব কিছু যে ছিন্ন হবে
চারিদিক দেখবে শুধু ধূধূময়।